ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ-বরেণ্যদের সম্মানে ইফতারের আয়োজন বন্ধু সমাজের

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ মে ২০১৮

দেশ-বরেণ্যদের সম্মানে ইফতারের আয়োজন বন্ধু সমাজের

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়ার লক্ষ্যে আগামীকাল ২৫ মে শুক্রবার ঢাকাস্থ সেনানিবাস এর সেনাকুঞ্জে বন্ধু সমাজের ইফতার অনুষ্ঠিত হবে। বন্ধু সমাজের পক্ষ থেকে দেশ-বরেণ্য ও দেশ-প্রেমিকদের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব। আগামী ২৫ মে (৮ রমজান) ঢাকাস্থ সেনানিবাস এর সেনাকুঞ্জে দেশবরেণ্য মহোদয়গণের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসহ সকল নীতি নির্ধারকদের অবগতিকরণে ও আহ্বানে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব বলেন, পৃথিবীর মাঝে কলহ্-দ্ন্ড-সংঘাত প্রতিরোধে সত্য-শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতি ও বন্ধুত্বে পৃথিবীর মডেল সৃষ্টির সূচনায় বাংলাদেশকে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়ার পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারী-বেসরকারী সকল পর্যায়ের শীর্ষ স্থানীয় ন্যূনতম ৩০০ জন দেশ-বরেণ্য ও দেশ-প্রেমিকদের উপস্থিতি এবং সম্পৃক্ততায় সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এসময় তিনি ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানান। রাজীব আরো বলেন, বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টির প্রত্যাশায় সকল পক্ষ-বিপক্ষের মত-পার্থক্যে বিরোধ নিষ্পত্তিতে সঠিক ক্ষেত্রে সমর্থনকারী এবং দেশব্যাপী বন্ধুত্ব স্থাপনে হিংসা বর্জনে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন-সিনিয়র সাংবাদিক ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান, নাগরিক ভাবনা’র আহবায়ক মো. হাবিবুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, দৈনিক অগ্নিবীনা’র চেয়ারম্যান এইচ. এম সিরাজ, দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জিয়া প্রমুখ।
×