ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপানের বন্ধুর ক্লাবই নতুন ঠিকানা ইনিয়েস্তার

প্রকাশিত: ২০:৪৬, ২৪ মে ২০১৮

জাপানের বন্ধুর ক্লাবই নতুন ঠিকানা ইনিয়েস্তার

অনলাইন ডেস্ক ॥ বার্সেলোনা ছাড়ার পর কোথায় হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তার ঠিকানা। এ নিয়েও আগ্রহের কমতি ছিলোনা এই প্লে-মেকারের ভক্তদের। অবশেষে নানান গুঞ্জনকে পিছে ঠেলে জাপানেই ঠিকানা খুঁজে নিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম এই সদস্য। জাপানি ক্লাব ভিসেল কোবেতে যোগ দিচ্ছে ইনিয়েস্তা। ক্লাবটির মালিক মিকিতানি তার দীর্ঘদিনের বন্ধু এবং বার্সার প্রধান স্পনসর প্রতিষ্ঠান রাকুতেনের প্রতিষ্ঠাতা। গতকাল টুইটারে জাপানি বন্ধু হিরোশি মিকিতানির সঙ্গে উড়োজাহাজের একটি ছবি পোস্ট করেছেন ইনিয়েস্তা। এতেই বোঝা হয়ে গেছে, কোথায় যাচ্ছেন এই তারকা ফুটবলার। এই মৌসুমেই বার্সার সঙ্গে ২২ বছরের সম্পর্কের ইতি টেনেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। বার্সার হয়ে ৬৭৪ ম্যাচ খেলে ২২ টি শিরোপা উপহার দিয়েছেন দলকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করবেন ইনিয়েস্তা। জে-লিগে ১৫ ম্যাচ শেষে ষষ্ঠ ভিসেল কোবেতে সতীর্থ হিসেবে পোডলস্কিকে পাচ্ছেন ইনিয়েস্তা।
×