ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাল টাকা চেনার উপায়

প্রকাশিত: ২১:৫১, ২৪ মে ২০১৮

জাল টাকা চেনার উপায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক’দিন পরেই ঈদ। চলছে ঈদের প্রস্তুতি। ব্যাংকে ব্যাংকে নতুন টাকার হিড়িক। শুধু ব্যাংক নয়, নতুন টাকা ছড়িয়ে পড়ছে বিভিন্নস্থানে। তবে, নতুন টাকা নেয়ার ক্ষেত্রে অবশ্যই জাল নোট দেখে-চিনে নেবেন। কারণ নতুন টাকার ভিড়েই জাল নোটের পরিমাণ বেড়ে যায়। দেখা যায়, নতুন টাকা ভেবে আমরা অনেকেই দেখে নেই না। এক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত। জেনে নেই কিভাবে জাল নোট চেনা যাবে। যেভাবে চেনা যাবে জাল নোট: বিভিন্ন ব্যাংক শাখা ছাড়াও পুরো রোজার সময় বিভাগীয় শহরের ব্যস্ত মোড়ে বড় স্ক্রিনে সন্ধ্যায় এ সম্পর্কিত ভিডিও দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ যেন সহজে জাল নোট শনাক্ত করতে পারে, সে জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ২০ টাকা এবং তদূর্ধ্ব মূল্যমানের আসল নোটের ওপরের প্রতিচ্ছবি, লেখা মূল্যমান এবং নকশার ওপর হাত বুলালে তা অমসৃণ, খসখসে লাগবে। জাল নোটে তেমন বোধ হবে না। ১০ টাকা এবং তদূর্ধ্ব মূল্যমানের নোটের ওপর নিরাপত্তা সুতার সেলাইয়ের মতো ফোঁড় থাকে। এ ছাড়া আলোর বিপরীতে ধরলের বাঘের মাথার জলছাপ স্পষ্ট দেখা যায়। জাল নোটের সুতা বা জলছাপ এত সূক্ষ্ম থাকে না। আসল নোটে রং পরিবর্তনশীল কালি ব্যবহার করা হয়। ২০০০ সাল থেকে মুদ্রিত ৫০০ টাকার নোটের সামনের পিঠের ওপরের বাঁ দিকের কোণার ওপরের অংশ নাড়াচাড়া করলে রং পরিবর্তন হতে থাকে। সবুজ থেকে সোনালি, আবার সবুজ হতে থকে। জাল নোটে এই রং পরিবর্তন হয় না। ব্যাংকগুলোকেও বলা হয়েছে, গ্রাহকদের কাছে থেকে টাকা নেওয়া এবং দেওয়ার আগে ভালো করে নোটগুলো পরীক্ষা করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, এটিএম মেশিনে টাকা ঢোকানোর আগে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোটগুলো অবশ্যই যেন পরীক্ষা করা হয়। ব্যাংকের শাখাগুলোতে টিভি মনিটরে জাল নোট শনাক্তকরণ সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি ভিডিও প্রদর্শন করারও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই নির্দেশনা ‘অতীব জরুরী’। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ আহমেদ বলেন, জাল নোটের সমস্যা বাংলাদেশে এখনো প্রকট সমস্যা হয়ে ওঠেনি, তবে দুই ঈদের আগে জাল নোট চক্রের তৎপরতা বাড়ে। বিশেষ করে বড় নোটগুলো যেমন ৫০০ এবং ১০০০ টাকা মূল্যমানের জাল নোট চালানোর চেষ্টা করা হয়। এই কর্মকর্তা আরও জানান, জাল নোটের তৎপরতা ঠেকানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সরকারের কাছে নতুন একটি কঠোরতর আইনের প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
×