ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট নিহত ৩, আহত ৫

প্রকাশিত: ০৩:০০, ২৪ মে ২০১৮

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট নিহত ৩, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন বিদ্যুৎ শ্রমিক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ইসলামপুর পৌরসভার মধ্যদরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ইসলামপুর আঞ্চলিক কার্যালয় এলাকার মধ্যদরিয়াবাদ এলাকায় বৃহস্পতিবার বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে খুঁটি পোতার কাজ চলছিল। এ সময় একটি খুঁটি পাশের ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনে পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের শ্রমিক গাইবান্ধা সাঘাটা উপজেলার হলুদিয়া গ্রামের তাহের আলী (৩০), ওবায়দুর রহমান (৩৪) ও জামালপুরের হাসান আলী (২৮) নামের তিনজন ঘটনা স্থলেই মারা যান। এ সময় হেলাল, জুয়েল, মিঠুন, সবিকুল ও রুবেল নামে আরও পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে রুবেল ইসলামপুর উপজেলা হাসপাতালে এবং বাকিদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ভজন কুমার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা লাইন বন্ধ না করে কাজ করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, তিনজন শ্রমিক মারা গেছে এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। নিহতদের লাশ থানায় আনা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
×