ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় প্রশাসনের অভিযানে দুই ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড

প্রকাশিত: ০৩:০৩, ২৪ মে ২০১৮

ভোলায় প্রশাসনের অভিযানে দুই ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় ভেজাল খাদ্য বিক্রি , কৃত্রিম সংকট ও উচ্চ দামের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রশাসনের পক্ষ থেকে ভোলার বাজারে অভিযান চালানো হয়। এসময় ভেজাল ও নিন্মমানের বাশি খাবার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িমানা ও ২ দোকান সিলগালসহ ২ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাছুদ আলম ছিদ্দিক’র নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল হালিম,নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরে আলম সিদ্দি,আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে ভোলার শহরের নতুনবাজার, কাচা বাজার, ফলপট্টি, মুদিপট্টিতে অভিযান চালানো হয় । এ সময় নতুন বাজারের হোটেল মাতৃস্নেহ, আল মদিনা,গুলবাগকে অস্বাস্থ্যকর, বাশি খাবার বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কৃত্রিম ভাবে হিট দিয়ে কলা পাকানোর দায়ে সেন্টু মিয়া ও সুদির ঘোষকে গ্রেফতার করে তাদের দোকান সিলগালা করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত ওই ২জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।
×