ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ মে ২০১৮

নাসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী বাড্ডা এলাকায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুলাই জমা দেয়ার আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আমিরুল হায়দার চৌধুরী এই তারিখ নির্ধারণ করেন। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক কামরুল হাসান আদালতে প্রতিবেদন জমা না দিয়ে সময় চাওয়ায় বিচারক এ নির্দেশ দেন। আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আবু হানিফ এ তথ্য জানান। মামলার এজাহার থেকে জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচকে ঘিরে বাড্ডা এলাকায় জুয়া চলার ঘটনা দেখে নাসিম বাধা দেন। এ ঘটনার জের ধরে গত বছরের ৬ নবেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলা ও কোমরের তিনটি স্থানে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ওই রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। বংশালে দগ্ধ চার শ্রমিকের মধ্যে এক জনের মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ গত ১৮ মে পুরনো ঢাকার বংশালে একটি জুতা তৈরির কারখানায় কেমিক্যালের আগুনে দগ্ধ চার শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন রফিকুল ইসলাম নামের সেই যুবক। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার দিন রাত দেড়টার দিকে বংশালের আগামাসী লেনে একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তাতে রফিকুল ইসলাম (২৫), নাঈম (২০), ফারুক (২৮) ও মাহবুব (১৬) নামের চার শ্রমিক দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটকে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।
×