ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাহিদুল হক

ছোট কাগজ ॥ ‘এবং মানুষ’ বৈশাখী আবাহন

প্রকাশিত: ০৮:০১, ২৫ মে ২০১৮

ছোট কাগজ ॥ ‘এবং মানুষ’ বৈশাখী আবাহন

আনোয়ার কামাল সম্পদিত ‘এবং মানুষের’ এবারের সংখ্যায় মুক্তচিন্তা বিভাগে লিখেছেন, প্রখ্যাত শিক্ষাবিদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও মতিন বৈরাগী। বৈশাখ নিয়ে প্রবন্ধ লিখেছেন, ফরিদ আহমদ দুলাল, আসাদুল্লাহ, আলী আকবর টাবী, শিবলী মোকতাদির ও হাসিদা মুন। এ প্রবন্ধগুলো পাঠকালে মনে হবে আপনি প্রকৃতির রূপ-রস বৈচিত্র্যের ভেতর বৈশাখী আবাহনে নতুনের আগমনকে সাদরে গ্রহণ করা হয়েছে। বৈশাখের যে আহ্বান, তার যে শাশ্বত রূপ তারই প্রকৃত ব্যাপ্তি ছড়িয়েছে লেখাগুলোতে। কবিতা লিখেছেন, কাজী রোজী, মৃণাল বসু চৌধুরী, বাদল মেহেদী, মাহমুদ কামাল, আলমগীর রেজা চৌধুরী, মনজু রহমান, সরকার মাহবুব, জলিল আহমেদ, নাহার ফরিদ খান, বাবুল আশরাফ, রোকেয়া ইসলাম, শাহ্জাহান সরকার, শাহনাজ পারভীন, শাহীন রেজা, আমিনুল ইসলাম, হাসান ওয়াহিদ, আনোয়ার কামাল, ইফতেখার হালিম, কামরুল ইসলাম, জেবুননেসা হেলেন, জাফর সাদেক, চন্দনকৃষ্ণ পাল, সোহেল মল্লিক, কামরুল বাহার আরিফ, আনোয়ার রশীদ সাগর, হাসনাত আমজাদ, মনসুর আজিজ, সালাম তাসির, যাকির সাইদ, রনি অধিকারী, তৌফিকুল ইসলাম চৌধুরী, জকিয়া এস আরা, সাঈদুল আরেফীন, আল মাকসুদ, নাহিদা আশরাফী, মনোয়ার হোসেন মণি, আশরাফুর রহমান খান, ভোলা দেবনাথ, যীশু বড়ুয়া, ভাগ্যধন বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, ফারুক আফিনদী, সোহেল মাহবুব, আমিনুল ইসলাম সেলিম, সানজিদা জামান সুমি, আবু আফজাল মোহাঃ সালেহ, ইদরিস আলী মধু, আলমগীর হোসেন আবীর, হুমায়ুন গালিব, শেখ আনোয়ার হোসেন রানা, স্বরূপ ম-ল। সালমা বেগ, বীরেণ মুখার্জী, মুকুল রায়, মাহবুবা ফারুক, জয়নাল আবেদীন শিবু, জগৎ জ্যোতি চাকমা, ফারুক সুমন, শাহ্ বোরহান মেহেদী, ইলিয়াস বাবর, হোসনে আরা বেগম, প্রত্যয় হামিদ, আরশি গাইন, শিলু জামান, আনিসুর রহমান খান, রিয়েল আবদুল্লাহ, জাফর পাঠান, রিপা মাহমুদা, তাপস চক্রবর্তী, সুশান্ত কুমার রায়, প্রদীপ প্রোজ্জ্বল, অম্লান দত্ত অভি, রহিমা আক্তার মৌ, অনন্ত পৃথ্বীরাজ, স্নিগ্ধা বাউল, ইমরান পরশ, পরান জহির, কবির বসুনিয়া, বিজনকান্তি বণিক, সাদিক আল আমিন, শারমিন সুলতানা রীনা, আহমেদ শিপলু, ডা. মৃণাল কান্তি ঢালী, মৌসুমী রুমা, ড. জুবাইদা নাসরিন আখ্তার, বিবিকা দেব, নাজমুল হুদা, নাসরিন আক্তার, নাসরিন খান পাঠান, আনজানা ডালিয়া, মুজাহিদ আহমদ, অসীম আচার্য্য, শাহনেওয়াজ আলম মিঠু, ফাহাদ আলী, মোকলেছুর রহমান, সারোয়ার কামাল, এলিজা খাতুন, মো. আব্দুল মান্নান, সৌরভ দুর্জয়, টিপু সুলতান, ফরিদুজ্জামান ফাহিম মিতুল, মুহম্মদ আশরাফুল ইসলাম, শামসুদ্দিন হীরা, মিজান মনির, ফারজানা ইসলাম, রতন, মো. জাকির হোসাইন, কামরুননাহার কলি, জাহান আরা হাসান কোহিনূর, কানিজ ফাতেমা খুশী, মাশরুরা লাকী ও হাসিনা আহমেদ এসব কবির বৈশাখী কবিতায় পাঠক হৃদয় ছুঁয়ে যাবে। গল্প লিখেছেন, দীলতাজ রাহমান, রেজা নূর, তপন দেবনাথ ও মঈনুল হাসান। অনূদিত বিদেশী অণুগল্প বিভাগে এটিএম মোস্তফা কামালের ভাষান্তরে একগুচ্ছ অণুগল্প রয়েছে। অনূদিত বিদেশি কবিতা বিভাগে রবার্ট আর্মস্ট্রং ও আরডি হারগ্রিভসের কবিতা ভাষান্তর করেছেনÑ আবুল কাইয়ুম অণুগল্প বিভাগে লিখেছেন, সাধন দাস ও রুখসানা কাজল। বর্তমান সময়ে দিন দিন অণুগল্প বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর প্রতি সংখ্যাতেই ‘এবং মানুষ’ অণুগল্প বিভাগে নতুন নতুন স্বাদের অণুগল্পের ডালি সাজাচ্ছে। মুখোমুখি আলাপচারিতা বিভাগে ‘এবং মানুষ’র মুখোমুখি হয়েছেনÑ কবি ফরিদ আহমেদ দুলাল ও গোলাম কিবরিয়া পিনু। সব মিলে একটি সুন্দর আয়োজন ‘এবং মানুষ’ বৈশাখী সংখ্যা। প্রতি পাতায় পাতায় নান্দনিকতার ছোঁয়া পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
×