ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০৮:০৬, ২৫ মে ২০১৮

কবিতা

জেগে আছি তোমার জানালা ছুঁয়ে স. ম. শামসুল আলম জেগে আছি তোমার জানালা ছুঁয়ে রজনীগন্ধা ঘ্রাণ মিনমিনে হাওয়া জোছনা আকাশ অবসন্ন দেহ-মন ফুরফুরে রাখে তুমি কিছু বলবে কি বলবে না সেই প্রতীক্ষায় জেগে আছি তুমি জানো বিদগ্ধ নগরে হাঁটে অসভ্য শকুন তুমি জানো অস্তিত্ব মাঠগুলো হয়ে যাচ্ছে গুম নদী থেকে চুরি হয় জীবন্ত জল জলের ভেতরে জল ছলছল কাঁদে বৃক্ষের জবানবন্দি শুনে নাকি বিমর্ষ তুমিও তুমি কিছু বলবে কি বলবে না জানা প্রয়োজন জেগে আছি তোমার জানালা ছুঁয়ে তুমি জানো অপ্রাপ্ত প্রেমের বাড়াবাড়ি আজকাল ফুল উড়ে ভোমরের কাছে যায় তুমি জানো খুনিদের কাছে গিয়ে লাশ বসে থাকে উচ্ছ্বসিত পাখিদের কণ্ঠে বিষণœতা খড়কুটো কেড়ে নিচ্ছে শিশুর হাসিও যেখানে সেখানে বলি হচ্ছে নারীর সম্ভ্রম এই সব মর্মান্তিক বিষয়াদি পর্যবেক্ষণে রেখেও ভালোবাসি তোমাকে ভীষণ তুমি কিছু বলবে কি বলবে না জেগে আছি তোমার জানালা ছুঁয়ে। ** বুক পকেট রাশেদুল বারী অবশ্যম্ভাবী এক মৃত্যুর হাত থেকে বেঁচে আসা যায় এমন একটি কবিতার জন্য চিরদিনের সকল সুখ তুচ্ছ করে খুন হয়ে যাওয়া যায় এমন কিছু শব্দের জন্য নিশ্চত ভাবেই আমি বারে বারে ফিরে আসি একটি বিষণœ ফুলের কাছে আমি ফিরে আসি খুব ভালোবেসে লেখা একটি বিরহী গল্পের কাছে। ফুল আর গল্প বুক পকেটে রাখি আমি হৃদয়ের কাছাকাছি! ** আহত তৃণ স্নিগ্ধা বাউল করমচা ডালগুলো মৃত হরিণে মিশে প্রতি সন্ধ্যার চা-চক্রে। বাড়ি ফিরে যাও তুমি রঙিন বাতি নিভিয়ে মানচিত্র তৈরি করো। ঘরে ফিরে আমার আহত তৃণ সবুজ চলে যায়, সোনালি গর্ভবতী ধানের কাছে; আমাদের গল্পে হিসেব কষে পুষ্ট পেঁচা বাঁচবে কে বলো!
×