ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেনে নিন আইপিএলের চর্চিত সেরা ৫ ক্যাচের কথা

প্রকাশিত: ১৯:৩১, ২৫ মে ২০১৮

জেনে নিন আইপিএলের চর্চিত  সেরা ৫ ক্যাচের কথা

অনলাইন ডেস্ক ॥ শেষ হতে চলল এ বারের আইপিএল। আর মাত্র দুটো ম্যাচ বাকি। আর এ বারের আইপিএলের অন্যতম চর্চিত বিষয় হল ক্যাচ। প্রায় প্রতি ম্যাচেই কিছু কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকটা ক্যাচ। এবি ডিভিলিয়ার্স: অবশ্যই বলতে হবে এবি ডিভিলিয়ার্সের ‘স্পাইডারম্যান’ ক্যাচের কথা। একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাটি থেকে বেশ খানিকটা লাফিয়ে এক হাতে ধরা ক্যাচটা সত্যিই এখনও পর্যন্ত অন্যতম সেরা। ট্রেন্ট বোল্ট: এ বারের আইপিএলে দিল্লির ট্রেন্ট বোল্টের ক্যাচটাকে সেরার তালিকায় রাখতেই হবে। বাউন্ডারি লাইন থেকে মাত্র হাত খানেক দূরে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেছিলেন। বিরাট কোহলি: আরসিবি’র অধিনায়ক কোহলিও উঠে এসেছেন সেরা ক্যাচের তালিকায়। কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিককে এক অসাধারণ ক্যাচে ফিরিয়েছিলেন বিরাট। ম্যাচ অবশ্য জেতে নাইট রাইডার্স। হার্দিক পাণ্ড্য: এক জন অন্যতম সেরা ফিল্ডার হিসেবে সব সময়েই শিরোনামে থাকেন হার্দিক। এ বারের আইপিএলেও নিজের সুনাম বজায় রাখতে পেরেছেন তিনি। অসাধারণ এক ক্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরত পাঠান হার্দিক। রশিদ খান: হায়দরাবাদের রশিদ খানের একটি ক্যাচ নিয়ে আইপিএল-এ বেশ আলোচনা হয়। পাখির মতো বাউন্ডারি থেকে ক্যাচ ধরে সকলের নজর কাড়েন রশিদ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×