ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরাকে বোমা হামলায় নিহত ৭ ॥ আহত ১৫

প্রকাশিত: ২০:৪৭, ২৫ মে ২০১৮

ইরাকে  বোমা হামলায় নিহত  ৭ ॥ আহত ১৫

অনলাইন ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয়। ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার গণমাধ্যম কেন্দ্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করার পর সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে ‘বেশ কয়েকজন বেসামরিক’ হতাহত হন। ২০১৭ সালের ডিসেম্বরে সুন্নি এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে ইরাক। অধিকাংশ ক্ষেত্রে আইএসের পরাজয় ঘটলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও দেশটিতে সক্রিয় আছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের আশপাশে ছোট ছোট সেলের মাধ্যমে নিজের তৎপরতা বজায় রেখেছে গোষ্ঠীটি। এরা প্রায়ই বিচ্ছিন্ন হামলা পরিচালনা করে থাকে। চলতি মাসের প্রথমদিকে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তারমিয়াতে প্রাণঘাতী এক বন্দুক হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। সূত্র : ডেইলি সাবাহ
×