ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগান ক্রিকেট ম্যাচ সম্প্রচারের অনুমতি পেল বাংলাদেশের টিএসএম

প্রকাশিত: ২০:৫৮, ২৫ মে ২০১৮

আফগান ক্রিকেট ম্যাচ সম্প্রচারের অনুমতি পেল বাংলাদেশের টিএসএম

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের ‘টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই চুক্তির আওতায় ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট রোর্ডের সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সম্প্রচারের সুযোগ পাবে টোটাল স্পোর্টস। যা শুরু হবে আসন্ন জুনে ভারতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজ দিয়ে। সম্প্রতি দুবাইয়ের একটি হোটেলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকরুল্লাহ আতিফ মাশাল ও টোটাল স্পোর্টস মার্কেটিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক চৌধুরীর উপস্থিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আরও উপস্থিতি ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুল্লাহ স্তানিকজাঈ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটিড-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হোস্ট ব্রডকাস্টার গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ ও টপ অব মাইন্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল।
×