ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে স্বেচ্ছাশ্রমে পরিত্যক্ত জমিতে ১৩শ’ টন ধান উৎপন্ন

প্রকাশিত: ২১:০৪, ২৫ মে ২০১৮

মাদারীপুরে স্বেচ্ছাশ্রমে পরিত্যক্ত জমিতে ১৩শ’ টন ধান উৎপন্ন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে পরিত্যক্ত জমিতে ১হাজার ৩শ’ টন ধান উৎপন্ন করেছে স্থানীয় কৃষকরা। রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়–য়াকান্দি ও দীঘিরপাড় মৌজার প্রায় ১ হাজার বিঘা জমি সারা বছর জলাবদ্ধতার কারণে পরিত্যক্ত থাকতো। চলতি বছর স্বেচ্ছাশ্রমে জমির পাশ দিয়ে একটি খাল খনন করায় জলাবদ্ধতা কেটে যায়। ফলে চলতি বছর ওই অনাবাদী জমিতে ধান চাষ করে স্থানীয় কৃষকরা। ধান উৎপাদনে বাম্পার ফলন হওয়ায় কৃষকরা দারুণ খুশী। ধানের ন্যায্য মূল্য পাওয়া গেলে প্রায় দেড় কোটি টাকার ধান বিক্রি হতে পারে বলে তাদের ধারণা। জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়–য়াকান্দি ও দীঘিরপাড় মৌজার এক হাজার বিঘা জমি সারা বছর জলাবদ্ধতার কারণে চাষাবাদ সম্ভব ছিলো না। চলতি বছর ফেব্র“য়ারি মাসে স্থানীয় কিছু যুবক জলাবদ্ধতা নিরসনে স্বেচছাশ্রমে ৭‘শ ফুট দৈর্ঘ একটি খাল খনন করে। এতে জলাবদ্ধতা নিরসন হয় এবং সারা বছর অনাবাদী থাকা এক হাজার বিঘা জমিতে ধানের চাষ করে স্থানীয় কৃষকরা। ধানের বাম্পার ফলন হলে কৃষকদের প্রায় ১৩শ’ মে.টন ধান উৎপন্ন হয়। প্রতি বিঘা জমিতে গড়ে ৫০ মণ ধান পাওয়ায় কৃষকেরা খুশি। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর বলেন, ‘স্বেচ্ছাশ্রমে খাল খনন করা খুবই ভালো উদ্যোগ। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা নিয়মিত পরামর্শ দিয়েছি।’
×