ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এতিমের টাকা আত্মসাতকারীকে আল্লাহ তায়ালাও ক্ষমা করবেনা

প্রকাশিত: ২২:৫৫, ২৫ মে ২০১৮

এতিমের টাকা আত্মসাতকারীকে আল্লাহ তায়ালাও ক্ষমা করবেনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি’র তিনশ’ আসনের প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবে। নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমেই স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নিতে হবে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এনপিপি’র জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার ইফতার শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আরও বলেন, এতিমের টাকা আত্মসাতকারীকে আল্লাহ তায়ালাও ক্ষমা করবেনা। যার পরিনাম দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে। যার বাস্তব প্রতিফলন আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিস্কার। আমরা দুর্নীতি করিনা, করবোনা এবং বরদাস্ত করবোনা। তিনি আরও বলেন, এনপিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এনপিপি এ দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্নীতিমুক্ত, জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনই আমাদের প্রধান লক্ষ্য। সরকার মাদকের বিরুদ্ধে যে অভিযান চালিয়ে যাচ্ছে, এটি আরও আগেই করা উচিত ছিল। তাহলে দেশে মাদকের এতো ছড়াছড়ি হতোনা। মাদকের হাত থেকে যুবসমাজ, ছাত্রসমাজসহ এদেশের মানুষকে রক্ষা করতে হবে। তাহলেই আমরা পরিচ্ছন্ন একটি সমাজ তথা একটি দেশ আগামী প্রজন্মকে উপহার দিতে সক্ষম হবো। অতিতে ২০ দলীয় জোটের হিংসাত্বক অবোরোধ কর্মসূচির কঠোর সমালোচনা করে তিনি বলেন, আন্দোলোনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার খেসারত এখন বিএনপিকে গুণতে হচ্ছে। ৩০ লাখ শহীদের রক্তের সাথে বিএনপি বেঈমানি করেছে, একটি স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষ তা মনে প্রাণে ঘৃণা করে বিএনপিকে ধিক্কার দিয়েছে। আজ তারই ধারাবাহিকতায় বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে। এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর সভাপতি এবিএম মাসুদ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য সেলিম তালুকদার, ঢাকা মহানগরের সভাপতি আনিসুর রহামান দেওয়ান, প্রভাষক ডাঃ পিকে মিত্র, বরিশাল জেলার সভাপতি ডাঃ শামিমা নাসরিন প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলার এনপিপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
×