ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে চার জুয়ারী গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ মে ২০১৮

আমতলীতে চার জুয়ারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী উপজেলার ভায়লাবুনিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে জসিম মোল্লা, মিলন হাওলাদার, কবির হাওলাদার ও জসিম মিয়া নামের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার জুয়ারীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানাগেছে, উপজেলার ভায়লাবুনিয়া গ্রামের রবিবারের বাজারে ১০/১২ জন জুয়ারী বৃহস্পতিবার রাতে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাসারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জসিম মোল্লা, মিলন হাওলাদার, কবির হাওলাদার ও জসিম মিয়াকে গ্রেফতার করে। এ সময় জুয়ার আসর থেকে দুই হাজার ছয় শত সত্তর টাকা, তিনটি মোবাইল সেট ও দুই সেট তাপ জব্দ করা হয়। এ ঘটনার আমতলী থানায় মামলা হয়েছে। শুক্রবার পুলিশ জুয়ারীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির জুয়ারীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী থানার ওসি মোঃ সহিদ উল্যাহ বলেন, চার জুয়ারীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠিয়েছি।
×