ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

নজরুলের লেখনী মহান মুক্তিযুদ্ধে আমাদের উজ্জীবিত করেছে

প্রকাশিত: ০৫:৪২, ২৬ মে ২০১৮

 নজরুলের লেখনী মহান মুক্তিযুদ্ধে আমাদের উজ্জীবিত করেছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জাগরণের কবি কাজী নজরুল ইসলামের লেখনী জাতীয় সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের উজ্জীবিত করেছে। শোষণ, বঞ্চনা, অত্যাচার, কুসংস্কার ও পরাধীনতার বিরুদ্ধে তার লেখনীতে তুলে ধরেছেন। তিনি বাঙালীর জাগরণের কথা বলেছেন, স্বাধীনতার বাণী শুনিয়েছেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মন্ত্র দিয়েছেন। রাষ্ট্রপতি আরও বলেন, কবিতা ও গানে নজরুলের জাতীয়তাবোধ বাঙালীর অনন্ত প্রেরণার উৎস। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শুক্রবার বিকেলে ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন। জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উৎসবের এই উদ্বোধনী পর্বে রাষ্ট্রপতি আরও বলেন, পরাধীন ব্রিটিশ আমলে সকল ভয়ভীতি উপেক্ষা করে কবি নজরুল বাংলা ও বাঙালীর জয়গান গেয়েছেন। দেশভাগের পরবর্তী পর্যায়ে পাকিস্তানী শাসন শোষণের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতা বাঙালী জাতিকে করেছে আন্দোলিত। ভাষা সংগ্রামসহ স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সংগ্রামে কবি নজরুলের কবিতা ও গান আমাদের বারবার অনুপ্রাণিত করেছে। রাষ্ট্রপতি আরও বলেন, সৃষ্টিশীল এই মহান কবির প্রতি সম্মান জানাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি ও তার পরিবারের সদস্যদের ১৯৭২ সালে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন। কবিকে আবাসন ও চিকিৎসা সুবিধাসহ নাগরিকত্ব প্রদান করেন। রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে এবং বৈষম্যহীন ও সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দেশপ্রেমের মহান ব্রতে উজ্জীবিত হয়ে জাতি গঠনে অর্থবহ অবদান রাখবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমি হোসেন রিমি এমপির সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান, বেগম আকতার কামাল, ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হেলিকপ্টারে করে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছান শুক্রবার বিকেলে সাড়ে ৩টায়। সেখান থেকে গাড়িযোগে ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে পৌঁছান। নকশি কাঁথার সামিয়ানা টাঙানো বিশাল প্যান্ডেলের ভেতর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নজরুল অনুরাগী ভক্ত প্রেমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষের গমগম করা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শিল্পীরা। ত্রিশালে দরিরামপুর একাডেমি মাঠে নজরুল জন্মজয়ন্তীর ৩ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে বসেছে নজরুল মেলা।
×