ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেখ হাসিনা

প্রকাশিত: ০৮:০৫, ২৬ মে ২০১৮

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে  শেখ হাসিনা

বিডিনিউজ ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে কলকাতায় গিয়ে সেখান থেকে ১৮০ কিলোমিটার দূরের বীরভূমে শান্তিনিকতনের বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকেলে কলকাতায় ফিরে কবিগুরুর বাড়িতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্রী শেখ হাসিনা। তিনি বাড়িটির বিভিন্ন অংশ বিশেষ করে কবির প্রয়াণ কক্ষ ও সংগ্রহশালাগুলো ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং তার সফরসঙ্গী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীও ছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে সকালে দুই দিনের ভারত সফরে গেছেন শেখ হাসিনা। সকালে ঢাকা থেকে কলকাতা পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে শান্তিনিকেতনে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সমাবর্তনে অংশ নেয়া এবং শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের ফলক উন্মোচন করেন। এর পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি। ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়- হাসিনা ॥ বিকেলে কলকাতায় ফিরে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শনের পাশাপাশি হোটেল তাজ বেঙ্গলে কলকাতার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের আরও উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরাও যাতে ভারতে বিনিয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজভবনে শেখ হাসিনার সম্মানে নৈশভোজ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাজভবনে বিশেষ নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রসহ বিশিষ্টজনদের। আনন্দবাজার পত্রিকা জানায়, রাতে কলকাতার এক পাঁচতারা হোটেলে থাকছেন শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শনিবার শেখ হাসিনা আসানসোল থেকে কলকাতায় ফিরে নেতাজী ভবনে যাবেন। সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করতে পারেন। এর পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন প্রধানমন্ত্রী ॥ শনিবার সকালে আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে অংশ নেবেন শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডি-লিট ডিগ্রী দেয়া হবে। বিকেলে কলকাতায় ফিরে নেতাজী জাদুঘর পরিদর্শন এবং স্থানীয় সাংসদদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।
×