ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কঙ্গোয় নৌকাডুবিতে ৫০ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৮:২৮, ২৬ মে ২০১৮

কঙ্গোয় নৌকাডুবিতে ৫০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের শুয়াপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। শুয়াপ প্রদেশের ভাইস গভর্নর রিচার্ড এমবোয়া লুকা এ তথ্য নিশ্চিত করেছেন। এমবোয়া লুকা জানান, নৌকাটি কঙ্গোর মনকোটো থেকে এমবানডাকায় যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৬০ জন নৌকা আরোহী বেঁচে যান। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তিনি জানান, নৌকাটি রাতে অবৈধভাবে যাতায়াত করছিল। এতে কোনো লাইটও ছিল না। নদীতে আরো লাশ ভেসে উঠছে। প্রসঙ্গত, কঙ্গোতে গাড়ি চলাচলের রাস্তা ও রেলপথ কম। এ জন্য সাধারণ মানুষ নৌ পথেই যাতায়াত বেশি। অধিকাংশ সময়েই নৌযানগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। এর ফলে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সূত্র: বিবিসি
×