ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রিয়ালের বিপক্ষে মাঠে নামবেন সালাহ

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ মে ২০১৮

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রিয়ালের বিপক্ষে মাঠে নামবেন সালাহ

অনলাইন ডেস্ক ॥ লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামবেন মিসরীয় এই ফরোয়ার্ড। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, ফাইনালটা তাই হয়তো সালাহর জন্য সহজ হবে না। তবে ফলাফল যাই হোক ফাইনালের আগে একটু আবেগতাড়িত হতেই পারেন সালাহ, আজীবন যাঁকে আদর্শ মেনে আসছেন সেই তিনি তাঁর প্রশংসায় পঞ্চমুখ! বিশ্বকাপজয়ী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর চোখে সালাহ অনেকটা মেসির মতোই। ‘লিভারপুলে সালাহকে আমার প্রচণ্ড পছন্দ, সে একজন অসাধারণ খেলোয়াড়, দুর্দান্ত। আমার ধারণা ও অনেকটা মেসির মতো’ এল পারতিদাজো অনুষ্ঠানে সালাহ সম্পর্কে এমনটিই বলেছেন ব্রাজিলের এই সাবেক তারকা। সালাহর অনুপ্রেরণা হওয়াও যেন রোনালদোর খুশির কারণ, ‘কিছুদিন আগেই আমি ওর সম্পর্কে জেনেছি, শুনেছি আমি নাকি ওর অনুপ্রেরণা। কথাটি শুনে সত্যিই খুব খুশি হয়েছিলাম।’ রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার এখন ইবিজাতে ছুটি কাটাচ্ছে, তাই হয়তো মাঠে গিয়ে ফাইনাল দেখার সৌভাগ্য হবে না তার। তবে ওখানে বসে নিশ্চয়ই ভাবশিষ্যের খেলা দেখতে ভুল করবেন না ব্রাজিলিয়ান এই সাবেক তারকা। জিনেদিন জিদানের একাদশ নিয়ে কোনো মন্তব্য না করলেও ব্রাজিলিয়ান এই তারকা মানছেন লিভারপুলের জন্য ফাইনালের সমীকরণটা অনেকটা কঠিন হবে, ‘আমার ধারণা রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জিতে নেবে। যদি ফাইনাল ম্যাচ লিভারপুলের পক্ষে যায় তবে ক্লাব ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’
×