ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাছ ধরছে কোয়ালা!

প্রকাশিত: ১৯:০৫, ২৬ মে ২০১৮

মাছ ধরছে কোয়ালা!

অনলাইন ডেস্ক ॥ সময়ের সাথে সাথে প্রায় বিলুপ্তির পথে বন্যপ্রাণী কোয়ালা। এরা দেখতে অনেকটা ভল্লুকের মতো হলেও এটির বৈশিষ্ট্য ক্যাঙ্গারুর মতো। আদুরে স্বভাবের কোয়ালা অস্ট্রেলিয়ায় খুবই জনপ্রিয়। মানুষের ভালোবাসার পেয়ে কখনো কখনো এরা মানুষের কাছাকাছিও চলে আসে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল। বেড়াতে আসা একটি পরিবারের সঙ্গে মাছ ধরতে নেমে পড়েছিল একটি কোয়ালা। মূলত ঐ পরিবারের সবাই মিলে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল। অনেকক্ষণ ধরে দূর থেকে তাদের সেই মাছ ধরা পর্যবেক্ষণ করছিল কোয়ালাটি। এরপর তারা বড়শি রেখে একটু দূরে যেতেই তাদের মতো বড়শি নিয়ে বসে পড়ে কোয়ালাটি। এসময় কোনরকম বিরক্ত না হয়ে নিজেদের কাছে থাকা মোবাইল ফোনে সেটিকে ক্যামেরাবন্দি করেন পরিবারটি।
×