ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

প্রকাশিত: ২২:১১, ২৬ মে ২০১৮

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

অনলাইন রিপোর্টার ॥ আজ শনিবার সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র্যাব। এ অভিযানে শতাধিক মাদক বিক্রেতাকে আটক করা হলেও অভিযান শেষে যাচাই-বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে র্যাব। সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে বিহারী ক্যাম্পে এ অভিযান চালাল র্যাব। দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকেই প্রতিরাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ী নিহত হচ্ছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ীরা নিজেরা গোলাগুলি করেও নিহত হচ্ছেন বলেও গণমাধ্যমকে জানানো হচ্ছে। অভিযান শুরুর এ পর্যন্ত ৬৩ জনের নিহত হওয়ার খবর রয়েছে গণমাধ্যমে। জানা গেছে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা আজকের নয়, অনেক পুরনো। অনেকের ধারণা ছিল ঘনবসতির কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কঠিন। সে বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক টিম নিয়ে অভিযান চালিয়েছে র্যাব। অভিযান ঘিরে পুরো বিহারী ক্যাম্পে দুই শতাধিক র্যাব সদস্য মোতায়েন করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
×