ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মগবাজারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের ডান পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ০১:২৪, ২৬ মে ২০১৮

মগবাজারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের ডান পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে রনি (১৫) নামে এক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, ওই কিশোরের ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, রনির রাজধানীর বিভিন্ন রেলষ্টেশনে পানি বিক্রি করতো। তার বাবার নাম নাসির উদ্দিন। গ্রামের বাড়ি ফেনী জেলায়। সে রাজধানীর কমলাপুর ১নং বস্তি এলাকায় থাকে। প্রত্যক্ষদর্শীরা শিমু জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কমলাপুর থেকে পানি বিক্রি করতে করতে বিমানবন্দর স্টেশনে যায় রনি। সেখান থেকে ফেরার পথে মগবাজারে চলন্ত নামার সময় পা পিছলে যায়। এতে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ দুর্ঘটনা ঘটে। পরে আশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রনির গ্রামের বাড়ি ফেনী জেলায়। সে রাজধানীর কমলাপুর ১নং বস্তি এলাকায় থাকতো বলে জানা গেছে। তার বাবার নাম নাসির উদ্দিন। রনিকে উদ্ধারকারী পথচারী শিমু জানান, কমলাপুর থেকে পানি বিক্রি করতে করতে বিমানবন্দর স্টেশনে যায় সে। সেখান থেকে ফেরার পথে মগবাজারে ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে যায়। এতে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গভীররাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আহত রনির চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কজনক।
×