ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেসবুকের বিরুদ্ধে যুদ্ধ শুরু অ্যাপলের

প্রকাশিত: ১৯:২৯, ৬ জুন ২০১৮

ফেসবুকের বিরুদ্ধে যুদ্ধ শুরু অ্যাপলের

অনলাইন ডেস্ক ॥ ফেসবুকের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হয়েছে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলোপার কনফারেন্সে অ্যাপল তার সফটওয়ারের বিষয়ে পরবর্তী বছরের পরিকল্পনা কী হবে তা জানিয়েছে। অ্যাপল জানায়, আগামী বছর ফোনের দক্ষতা ও সেবা আরও বেশি বাড়ানো হবে যাতে গ্রাহকরা নানাবিধভাবে এটি ব্যবহার করতে পারেন। ম্যাক'এ আইওএস অ্যাপ ও ম্যাশিন লার্নিং প্রযুক্তি থাকছে। এছাড়াও অ্যাপল ওয়াচ আপগ্রেড করা হবে। তবে অ্যাপলের পুরো প্রেজেন্টেশন জুড়েই ছিল ফেসবুক। অ্যাপলের নতুন 'স্ক্রিন টাইম অ্যাপ' ও ওয়েব ব্রাউজার সাফারি'র 'অ্যান্টি ট্র্যাকিং প্রযুক্তি'র কারণে বেকায়দায় পড়বে ফেসবুক। কারণ এর ফলে ফেসবুক গ্রাহকদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ হারাবে। সূত্র: গার্ডিয়ান
×