ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত বাজেটে পুুজিবাজার সম্প্রসারণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি ॥ সিএসই

প্রকাশিত: ০০:০৬, ১০ জুন ২০১৮

প্রস্তাবিত বাজেটে পুুজিবাজার সম্প্রসারণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি ॥ সিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও গুণগত মান সম্প্রসারণের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি বলে দাবি করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। পাশাপাশি প্রতিষ্ঠানটি বাজেটে তাদের প্রস্তাবগুলো বিবেচনার দাবি জানিয়েছে। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিএসইর দাবি কোনোভাবেই অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। আমার চেয়েছিলাম তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হার ১৫% করতে। যা এখন ১০%। এই ব্যবধান বাড়ালে বাজারে ভালো কোম্পানি আসতে উৎসাহিত হবে। এতে পুঁজিবাজারের সম্প্রসারণ ও মান বৃদ্ধি পেত। তবে তা হয়নি। সিএসইর প্রস্তাবগুলো হচ্ছে- সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করণের জন্য সুস্পষ্ট তাগিদ এবং নির্দেশনা। বহুজাতিক কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করণের জন্য আহনী সংস্কার। বন্ড মার্কেটসহ পুঁজিবাজারের এডভ্যান্স প্রডাক্ট চালু করার কাঠামোগত সংস্কার। প্রাইভেট সেক্টরে বৈদেশিক ঋণ এবং সিন্ডিকেটিং ফাইন্যান্সিং অনুমোদনের সময় পুঁজিবাজারে তালিকাভুক্তির শর্তারোপ। পুঁজিবাজার বিকাশের জন্য জাতীয় ভিত্তিক শক্তিশালী সমন্বয় কমিটি গঠন। ব্যাংক, বিমা ও আর্থিক কোম্পানিগুলোর জন্য ২.৫% কর্পোরেট কর কমানোর সুবিধা সকল লিস্টেড কোম্পানির জন্য প্রদান করা। ক্রমান্বয়ে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান বর্ধিতকরণের সুস্পস্ট ঘোষণা। লিস্টেড কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয় থেকে দ্বৈত কর রোহিতকরণ। পুঁজিবাজারে অবকাঠামো টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্মত এবং লাভজনক কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য আইনি বাধ্যবাধকতা, রেগুলেটরি সমন্বয় এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করার লক্ষ্যে কৌশল প্রণয়ন। পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য উপোযোগী এবং কার্যকর ব্যবসায়িক মডেল নিশ্চিত করার জন্য মেয়াদি কৌশল হিসাবে লেনদেনের উপর ধার্য করা উৎস কর কমানো এবং ননতুন কোম্পানি তালিকাভুক্তি করার জন্য প্রণোদনা ঘোষণা।
×