ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব ধরনের প্লাস্টিক ব্যাগের উপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০২:৩৩, ১১ জুন ২০১৮

সব ধরনের প্লাস্টিক ব্যাগের উপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সব ধরনের প্লাস্টিক ব্যাগ ও মোড়ক সামগ্রীর উপর থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। একই সঙ্গে প্লাস্টিকের তৈজসপত্র এবং আহরিত বর্জ্য থেকে রি-সাইক্লিং করে দানা উৎপাদনকারী প্লাস্টিকের প্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখা, ১৫০ টাকা পর্যন্ত দামের প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল, ও পাদুকরা উপর ওপর থেকে মূসক অব্যাহতি দেয়ার ঘোষণায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন প্রচেষ্টায় দেশের রফতানি বাণিজ্য বাড়ছে। বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সামনে এসডিজি অর্জন এবং মধ্যম আয়ের দেশে যাওয়ার মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় রফতানি বাড়ানো প্রয়োজন। এ কারণে রফতানিতে উৎসে কর .০৭০ কমিয়ে .০৫০ শতাংশ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে এ হার ১ শতাংশ করা হয়েছে। শুধু তাই নয়, এ শিল্প উন্নয়নে প্লাস্টিক শিল্পের মূলধনী যন্ত্রপাতির প্রয়োজনীয় ¯ েপ্রেয়ার পার্টস ও অন্যান্য শিল্পখাতের ন্যায় রেয়াতি হারে আমদানি করার সুযোগ দিতে হবে।
×