ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোগী প্রতি সরকারের খরচ সাড়ে ৭৬ হাজার টাকা ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২০:৫৮, ১২ জুন ২০১৮

রোগী প্রতি সরকারের খরচ সাড়ে ৭৬ হাজার টাকা ॥ স্বাস্থ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ প্রতি অর্থ বছরেই সরকারি হাসপাতালগুলোর জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। সেই হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরে রোগী প্রতি সরকারের খরচ হচ্ছে ৭৬ হাজার ৪৯৮ টাকা ৯১ পয়সা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমান বছরে চিকিৎসা বাবদ সরকারিভাবে রোগী প্রতি ব্যয়কৃত অর্থের পরিমাণ ৭৬ হাজার ৩৭৩ টাকা ৯১ পয়সা। আর পথ্য বা খাবার বাবদ রোগী প্রতি খচর হচ্ছে ১২৫ টাকা। সরকার প্রতি বছরই মাথা পিছু চিকিৎসা ব্যয় বৃদ্ধি করছে। সংসদ সদস্য দিদারুল আলমের অপর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এই মুহুর্তে ৯৫ হাজার ৮৩৬ জন ডাক্তার রয়েছেন। এরমধ্যে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা ২৮ হাজার ৭৪১ জন। এসকল ডাক্তারের মধ্যে বিএমডিসি’র রেজিস্ট্রার্ডভুক্ত ৮৭ হাজার ৩২১ জন, বিডিএস রেজিস্ট্রার্ড ৮ হাজার ৫১৫ জন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসহ অন্যান্য অনুমোদিত মেডিকেল কলেজে প্রতি বছর ২ হাজার ৮৪৬ জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ কোর্সে ডাক্তার ভর্তি হচ্ছে। সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম জানান, বেসরকারি হাসপাতালগুলোতে গরীব-দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা সুবিধা বাড়াবার পরিকল্পনা রয়েছে। তবে দেশের প্রতিটি বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে যাতে গরীব-দুঃস্থ রোগীরা বিনামূল্যে/ন্যূনতম মূল্যে চিকিৎসা সেবা/পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার নীতিমালা প্রণয়ন করার কার্যক্রম গ্রহণ করেছে। সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জটিল রোগসমূহের ঔষধের মূল্য বহুলাংশে বৃদ্ধির বিষয়টি সঠিক নয়। কিছু কিছু ঔষধের মূল্য পূর্বের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও কিছু কিছু ঔষধের মূল্য পূর্বের তুলনায় হ্রাসও পেয়েছে। ঔষধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর সর্বদা তৎপর রয়েছে। তিনি বলেন, উন্নত ও পাশ্ববর্তী দেশসমূহের তুলনায় বাংলাদেশে ঔষধের দাম তুলনামূলকভাবে কম রয়েছে। ঔষধের মূল্য পরিস্থিতির উপর ঔষধ প্রশাসন অধিদফতরের নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তবে কোন কোম্পানী ও ব্যবসায়ী কর্তৃক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ঔষধ বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
×