ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষাধিক গ্রামে উচ্চগতির ইন্টারনেট দেবে চীন

প্রকাশিত: ২২:২৪, ১২ জুন ২০১৮

লক্ষাধিক গ্রামে উচ্চগতির ইন্টারনেট দেবে চীন

অনলাইন ডেস্ক ॥ শহর আর গ্রামের মাঝে ডিজিটাল বৈষম্য দূর করার জন্য উদ্যোগী হয়েছে চীন। আর এজন্য ইন্টারনেটকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে দেশটি। পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে নিজেদের সব দরিদ্র গ্রামে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ডিজিটাল বৈষম্য দূর হবে বলে আশাবাদী নীতিনির্ধারকরা। দরিদ্র গ্রাম আর শহরাঞ্চলের মধ্যে থাকা ডিজিটাল বৈষম্য কমানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। চীনে নিবন্ধিত দরিদ্র গ্রামের সংখ্যা ১,২২,৯০০। ব্রডব্যান্ড আর মোবাইলের ৪জি ডেটা নেটওয়ার্ক, গ্রামগুলোতে দুই ধরনের ইন্টারনেট সেবা দিতেই কাজ করবে মন্ত্রণালয়। সেইসঙ্গে কম খরচে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে এই এলাকাগুলোতে বিশেষ ছাড় দিতে টেলিকম অপারেটরদের উৎসাহ দেবে তারা। ২০২০ সালের মধ্যেই গ্রামগুলোর ৯৮ শতাংশ এলাকায় ইন্টারনেট সেবা পোঁছে দেওয়া হবে বলে জানিয়েছে চীন।
×