ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলান মালভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে সিরিয়া

প্রকাশিত: ১৯:০৬, ১৩ জুন ২০১৮

গোলান মালভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে সিরিয়া

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে ওই মালভূমিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে গোলান মালভূমিতে অতিরিক্ত বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হবে। ওই কর্মকর্তা বলেন, এরইমধ্যে গোলান মালভূমিতে রাশিয়ায় তৈরি ‘পান্তসির এস-ওয়ান’ মোতায়েন করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী হামলা প্রতিহত করা হবে এসব সমরাস্ত্র দিয়ে। সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনী বেশ কয়েকবার সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরাইল ও জর্দান সীমান্তের কাছে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ওই সেনা কর্মকর্তা জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। তবে তার আগে দক্ষিণাঞ্চলীয় সরকার নিয়ন্ত্রিত শহর সিউইয়দা’র কোনো কোনো এলাকায় দায়েশ সন্ত্রাসীদের যে উপস্থিতি রয়েছে তা নির্মূল করা হবে
×