ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানুষের মতো ডলফিনও নাম ধরে ডাকে!

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ জুন ২০১৮

মানুষের মতো ডলফিনও নাম ধরে ডাকে!

অনলাইন ডেস্ক ॥ মানুষের মতো একে অন্যকে নাম ধরে সম্বোধন করে ডলফিনও। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। গবেষকদের মতে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের পর ডলফিনই একমাত্র প্রাণী যারা একে অন্যকে নাম ধরে ডাকে। গবেষক দলের প্রধান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের স্টেফানি কিং বলেন, তারা বেশকিছু ডলফিনের ওপর গবেষণা করেছেন। জরিপে অংশ নেয়া ডলফিনগুলোর ভয়েস রেকর্ড করে পরে সেগুলো বাজিয়ে শোনা হয়। তাতে দেখা যায়, ডলফিনরা নিজের নাম শুনে উত্তর দিচ্ছে। কয়েকবার করে নড়াচড়ার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে যে এই শব্দ তাদের পরিচিত। গবেষকরা বলছেন, ডলফিনের দুটি দল যখন মুখোমুখি হয়, তখন তারা শিস দিয়ে থাকে। এ শিস ধ্বনির সাহায্যে তারা জানতে পারে কে উপস্থিত হল। বিভিন্ন সম্পর্ক নির্ণয় করতে বিশেষ করে কে শত্রু আর কে মিত্র তা যাচাই করতে পুরুষ ডলফিনকে সাহায্য করে এই নাম। গবেষক কিং আরও বলেন, একে অন্যের দিকে আহ্বান করার চেয়ে প্রত্যেকের আলাদা নাম থাকা সবচেয়ে বেশি কৌতূহলের বিষয়। প্রত্যেক ডলফিনের আলাদা আলাদা নাম থাকার কারণে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা সহজ হয়।
×