ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বছরের মধ্যে নগরীর সব সড়ক কার্পেটিং হবে ॥ নাছির

প্রকাশিত: ০৪:৪৪, ১৪ জুন ২০১৮

 দুই বছরের মধ্যে নগরীর সব সড়ক কার্পেটিং হবে ॥ নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সকল সড়কের শতভাগ কার্পেটিং কাজ আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে নিমতলা পোর্ট কানেকটিং রোড এবং আগ্রাবাদ এক্সেস রোড গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই বন্দর থেকে পণ্য বা কন্টেনারবাহী পরিবহন ঢাকাসহ দেশের নানাপ্রান্তে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থার কারণে বন্দরের পণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদেরকে দুর্ভোগ এবং হয়রানি পোহাতে হচ্ছে। ছয় লেন বিশিষ্ট পোর্ট কানেকটিং রোড এবং আগ্রাবাদ এক্সেস রোড উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে বন্দরের পণ্য পরিবহনে গতিশীলতা ফিরে আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বুধবার আগ্রাবাদ সংযোগ সড়ক ও পোর্ট কানেকটিং সড়কে চলমান দেড়শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে কথাগুলো বলেন। তিনি উন্নয়ন কাজ চলাকালীন সড়কগুলোতে অবৈধ পার্কিং-এর কারণে যানজট সৃষ্টির জন্য ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি ট্রাফিক প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় সিটি মেয়রের সঙ্গে চসিক কাউন্সিলর এইচএম সোহেল, প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোঃ তৈয়ব, বিপ্লব দাশ, সহকারী প্রকৌশলী মজিবুল হায়দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় দুই পর্যায়ে ১০০ কোটি টাকা ব্যয়ে নিমতলা পোর্ট কানেকটিং থেকে বড়পুল, বড়পুল থেকে নয়াবাজার পর্যন্ত এবং ৫০ কোটি টাকা ব্যয়ে আগ্রাবাদ বাদামতলী থেকে বড়পুল নয়াবাজার পর্যন্ত উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। একই প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশে আর সিসি ড্রেন ও ফুটপাথ, রাস্তার মাঝখানে ৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট মিডিয়ান নির্মাণ, এলইডি আলোকায়ন ব্যবস্থা থাকবে। ছয় লেনে ১২০ ফুট প্রশস্ত বিশিষ্ট পোর্ট কানেকটিং রোডের মোট দৈর্ঘ্য ২ কি.মি। অপরদিকে একই প্রকল্পে আগ্রাবাদ এক্সেস রোডও ২ কি.মি পর্যন্ত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। জাইকার অর্থায়নে এই উন্নয়ন প্রকল্পের কাজ গত জানুয়ারি শুরু হয় এবং ২০১৯ সালের মে মাসের মধ্যে শেষ হবে।
×