ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সহকর্মীকে হত্যার হুমকি গুদাম কর্মকর্তার!

প্রকাশিত: ০৪:৪৪, ১৪ জুন ২০১৮

 রাজশাহীতে সহকর্মীকে হত্যার হুমকি গুদাম কর্মকর্তার!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আবদুর রহিম সহকর্মী খাদ্য কর্মকর্তা মাজেদুল ইসলামকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে আবদুর রহিমের বিরুদ্ধে সরকারী নির্দেশ অমান্য করে মাজেদুল ইসলামের কাছে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দায়িত্ব হস্তান্তর না করারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাদ্য বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জিডিতে উল্লেখ করা হয়, রাজশাহী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমের অনুসারী নিরাপত্তাকর্মী রুমানা গত ১১ জুন রাতে মাজেদুল ইসলামকে ফোন দিয়ে খাদ্য গুদামে না যাবার জন্য বলেন। খাদ্য গুদামে গেলে মাজেদুলকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন। মাজেদুলকে মেরে ফেলা হলে খাদ্য গুদামের কোন কর্মকর্তা বা কর্মচারী সাক্ষী দেবেন না বলেও ফোনে জানান। জিডিতে আবদুর রহিমের নির্দেশে জীবননাশসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কার বিষয়টি উল্লেখ করেছেন মাজেদুল ইসলাম। জানা গেছে, গত ৫ মার্চ রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান তানোর উপজেলা থেকে খাদ্য পরিদর্শক মাজেদুল ইসলামকে রাজশাহী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির লিখিত নির্দেশ দেন। একই আদেশে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমকে বাগমারার তাহেরপুর খাদ্য গুদামে বদলি করা হয়। এরপর গত তিন মাস মাজেদুল ইসলামকে সদর খাদ্য গুদামে যোগদান করতে দেননি আবদুর রহিম। অবশেষে ১ জুন তিনি যোগদান করেন। কিন্তু আবদুর রহিম দায়িত্ব হস্তান্তর করছেন না। তিনি তাহেরপুর খাদ্য গুদামেও যোগদান করছেন না। ফলে মাজেদুল ইসলাম এখন পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বুঝে পাননি।
×