ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি চাই মুক্তি

প্রকাশিত: ০৮:০০, ১৪ জুন ২০১৮

মুক্তি চাই মুক্তি

এতো বড় আকাশ এতো শীত বসন্ত মেঘের হল্লা সুনীল আকাশ পাহাড় সমুদ্র কী সখ্যতায় তবে কেন মুক্তি খুঁজে বেড়াউ কবি? কিসে মুক্তি? কিসে স্বস্তি? বলবে কী কবি কবিতার খাতায়? তোমার গীত বিতান খুলে মুক্তির সাধ নিতে চাই কবি; আকাশের দিকে তাকাই বৃক্ষের শাখায় লীলার খেলা সুগন্ধি সকালে শিশির ভেজা নরম মৃত্তিকায় চেতনায় আলো জ্বলে এতেই কী মুক্তি কবি? তুমি-ই-তো লিখেছো কবি ‘বল দাও মোরে বল দাও প্রাণে দাও শকতি’ অন্ধকার থেকে আলোর পথে ডাক দিয়ে যাও কবি এ আহ্বানে মুক্তি মিলবে কবি? মানুষই পারে সম্মিলনে মেল বন্ধনের সেতু গড়তে কবি মুক্তি চাই মুক্তি সাম্প্রদায়িকতার গ্রাস থেকে অমানবিক মূল্য বোধ থেকে সন্ত্রাসের জঞ্জাল থেকে নারী-শিশু নির্যাতনের ছোবল থেকে কবি তোমার গীত বিতানের পাতায়- মুক্তির পথ আছে কবি মুক্তি চাই- মুক্তি... মুক্তি...
×