ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালের কয়েক হাজার পরিবারে আগাম ঈদ পালনের প্রস্তুতি

প্রকাশিত: ২০:৫৫, ১৪ জুন ২০১৮

বরিশালের কয়েক হাজার পরিবারে আগাম ঈদ পালনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাঁদ দেখা সাপেক্ষে সৌদিআরবের সাথে মিল রেখে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক হাজার পরিবার শুক্রবার ঈদ-উল ফিতর উদ্যাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। চট্টগ্রামের চন্দনাইশের এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা আগাম ঈদ উদযাপনের এই প্রস্তুতি গ্রহণ করেন। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমির দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ফলে ওইসব এলাকায় এরইমধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পরেছে। খানপুরার জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে তাদের অনুসারীরা ঈদ উদ্যাপন করবেন। বরিশাল ছাড়াও পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকাসহ বিভাগের ছয় জেলায় কয়েক হাজার পরিবার চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার ঈদ-উল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন।
×