ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের অপহৃত ৫ বছরের শিশু উদ্ধার ॥ এক নারী গ্রেফতার

প্রকাশিত: ২২:২৬, ১৪ জুন ২০১৮

নারায়ণগঞ্জের অপহৃত ৫ বছরের শিশু উদ্ধার ॥ এক নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের একদিন পর পাঁচ বছরের শিশু কবিতা আক্তাকে উদ্ধার করেছে র‍্যাব-১১ সদস্যরা। বুধবার রাতে সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব আছিয়া আক্তার (২৫) নামে এব শিশু পাচারকারী চক্রের নারী সদস্যকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের এএসপি সহকারি পরিচালক মোঃ বাবুল আখতারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেলে ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকার হুমায়ুন কবিরের মেয়ে কবিতা আক্তারকে বাসার সামনে থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের দলনেতা আছিয়া আক্তার। পরে কবিতার বাবার মোবাইলে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে সে। এর মধ্যে অপহরণকারী আছিয়া কবিতার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা আদায়ও করে। কবিতার বাবা হুমায়ুনর কবির মঙ্গলবার রাতে অপহরণের বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে হুমায়ুন কবির র্যাবের কাছে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে র‍্যাব প্রযুক্তির সহায়তায় আছিয়ার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। বুধবার রাতে র্যাব ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কবিতাকে উদ্ধারসহ অপহরণকারী আছিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় অভিযুক্ত আছিয়ার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র্যার জানান।
×