ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিএমএইচেও চিকিৎসা নিবেন না খালেদা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২২:২৬, ১৪ জুন ২০১৮

সিএমএইচেও চিকিৎসা নিবেন না খালেদা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার বিষয়ে প্রস্তাব দেওয়ার পর সেখানেও তিনি চিকিৎসা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বরাবরের মতো আজও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহ দেখিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলকোড অনুসারে কোথাও চিকিৎসা নিতে অনিচ্ছা জানানোর সুযোগ নেই। আমরা বলেছি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতেই তার চিকিৎসা করা হবে। এখন তিনি যেহেতু সরকারি ব্যবস্থাপনায় কোথাও চিকিৎসা সেবা নিতে চাচ্ছেন না এজন্য খালেদা জিয়ার চিকিৎসকদের নিয়ে বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে আমরা অনেকবার চেষ্টা করেছি তাকে চিকিৎসা দেওয়ার জন্য। তিনি রাজি হননি। এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমার জানা নেই। তবে তিনি জেলকোড অনুযায়ী তার চিকিৎসার বিষয়ে এভাবে পছন্দ অপছন্দের বিষয়টি বলতে পারেন না। তিনি ইউনাইটেড হাসপাতালে যেভাবে চিকিৎসার দাবি করে আসছেন তাও তিনি বলতে পারেন না। খালেদা জিয়াকে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসার জন্য কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে চিকিৎসা করতে রাজি হননি। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, খালেদা জিয়া যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে রাজি নন, এজন্য তাকে সিএমএইচে চিকিৎসার প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজ খালেদা জিয়া সাফ জানিয়ে দিয়েছেন তিনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া কোথাও চিকিৎসা নেবেন না।
×