ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৬, ১৪ জুন ২০১৮

বাগেরহাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় এক দিনের ব্যবধানে একই নামে তিন কন্যা শিশু পানিতে ডুবে নিহত হয়েছে। একই বয়সের তিন পরিবারের ওই তিন শিশুর নাম জান্নাতী। আজ বৃহস্পতিবার দুপুরে ও বুধবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি এবং উত্তর রাজাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত তিন জান্নাতীই দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাফালিবাড়ি (রায়েন্দা) গ্রামের বাচ্চু মোল্লার মেয়ে জান্নাতী (১০) ও তার বন্ধবী একই গ্রামের সাইয়েদ মাতুব্বরের মেয়ে জান্নাতী (১০) বলেশ্বর নদীতে গোসল করতে যায়। তারা নদীতে ডুব দিয়ে আর উঠে না আসায় নদীর পাড়ে থাকা আব্দুল জলিল নামের এক জেলে তা লক্ষ্য করেন। দীর্ঘ সময় তাদের ডুবে থাকতে দেখে জলিল নিজেই নদীতে নেমে খোঁজ করতে থাকেন। একপর্যায় দুই জান্নাতীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। এর আগেরদিন বুধবার দুপুরে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আনোয়ার হাওলাদারের মেয়ে জান্নাতী (১০) নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বহু খোজাখুজির পর সন্ধ্যার দিকে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পরিবার। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার জানান, পানিতে ডোবা তিন শিশুকেই মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। কাকতালীয়ভাবে তিন শিশুর নামই জান্নাতী এবং তাদে বয়স একই।
×