ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে টর্নোডোর আঘাতে ২৫ বাড়ী বিধ্বস্ত

প্রকাশিত: ০১:৪৩, ১৪ জুন ২০১৮

বাঁশখালীতে টর্নোডোর আঘাতে ২৫ বাড়ী বিধ্বস্ত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সোনারখীল গ্রামে টনের্ডোর আঘাতে ২৫ বাড়ী বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকালে ৫-১০ মিনিটের টনের্ডোর ছোবলে পুরো এলাকা লন্ডভ- হয়ে যায়। এ সময় বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া গাছপালা উপচে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে। অন্যদিকে পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পাহাড় ধ্বসের ঘটনাও ঘটেছে। এ সময় কেউ হতাহত না হলেও ৪ বসত বাড়ী মাটি চাপা পড়ে। এদিকে টানা ৫ দিনের প্রবল বর্ষনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাসিন্দাদের মাঝে চরম দুর্ভোগ নেমে আসলেও ঈদকে সামনে রেখে বেঁচে থাকার তাগিদে যুদ্ধ করে যাচ্ছে সাধারণ মানুষ। সবমিলিয়ে পুরো উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দি অবস্থায় রয়েছে অন্তত সহস্রাধিক পরিবার। পাশাপাশি বর্ষা মৌসুমে প্রতি বছর পাহাড় ধ্বসের ঘটনা ঘটলেও বাঁশখালীর একদিকে গহীন অরণ্য থাকায় পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষদের তেমন পাহাড় ধ্বসের ভয়াবহতা সম্পর্কে এখনো সচেনতা লাভ করেনি। তাই এই মৌসুমে বাঁশখালীর পাহাড়ি অঞ্চলে পাহাড় ধ্বসের আশংকা প্রকাশ করছে স্থানীয় অভিজ্ঞ মহল। তাছাড়া অচিরেই পাহাড়ে বসবাসরত মানুষদের সরিয়ে আনা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
×