ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রামীণ ব্যাংকের কর্মীকে হত্যা করে লক্ষাধিক টাকা ছিনতাই

প্রকাশিত: ০২:২১, ১৪ জুন ২০১৮

গ্রামীণ ব্যাংকের কর্মীকে হত্যা করে লক্ষাধিক টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর জেলার রাজৈরে দিন দুপুরে সোহেল চৌধুরী (৩৫) নামে গ্রামীণ ব্যাংকের এক মাঠ কর্মীকে কুপিয়ে হত্যা করে লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বেপারীপাড়া এলাকায়। নিহত সোহেল চৌধুরী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মোঃ ইব্রাহিম চৌধুরীর ছেলে এবং গ্রামীণ ব্যাংক টেকেরহাট খালিয়া শাখার মাঠ কর্মী ছিলেন। পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংক রাজৈর উপজেলার টেকেরহাট খালিয়া শাখার মাঠ কর্মী সোহেল চৌধুরী বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এলাকায় গ্রাহকদের কিস্তির টাকা উত্তোলন করে মটরসাইকেল যোগে অফিসে ফিরছিলেন। নয়াকান্দি গ্রামের বেপারীপাড়া এলাকার একটি পাট ক্ষেতের মাঝের রাস্তায় আসলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারী দল পরিকল্পিত ভাবে সোহেল চৌধুরীর উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় ছিনতাই কারী দল তার সাথে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। গ্রামীণ ব্যাংক খালিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘সকাল দশটার দিকে গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকার কিস্তি নিয়ে তিনি পাশের আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যেই শুনি তাকে হত্যা করে কিস্তির টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। ধারণা করা হচ্ছে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। সঠিক করে বলা না গেলেও ধারণা করা হচ্ছে তার কাছে লক্ষাধিক টাকা ছিল।’ রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমরা দুর্বৃত্তদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি।’
×