ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-জাপানের সঙ্গে ১৮০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত: ০২:২৬, ১৪ জুন ২০১৮

বাংলাদেশ-জাপানের সঙ্গে ১৮০ কোটি ডলারের ঋণচুক্তি

অনলাইন রিপোর্টার ॥ মাতারবাড়ি বন্দর উন্নয়ন ও যমুনা রেলসেতু নির্মাণসহ ছয়টি বড় প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে প্রায় ১৮০ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে একক প্যাকেজে এটাই সবচেয়ে বড় ঋণচুক্তি বলে বৃহস্পতিবার ঢাকায় জাপান দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে। বাকি প্রকল্পের মধ্যে রয়েছে- ঢাকা মাস র্যাপিড ট্রানজিটের আলাদা দুটি লাইন নির্মাণ, মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং স্বাস্থ্যসেবা জোরদার। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও ইআরডি সচিব কাজী শফিকুল আযম স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা ও শফিুকল আযম সংশ্লিষ্ট একটি ঋণচুক্তিতে সই করেন। ২০১২ সাল থেকে বাংলাদেশের দ্বিপক্ষীয় সর্ববৃহৎ একক উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে।
×