ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাত ৯টায় লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত: ০২:৩২, ১৪ জুন ২০১৮

রাত ৯টায় লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠছে বিশ্বকাপের

অনলাইন ডেস্ক ॥ খানিকবাদেই শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠতে চলেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র। বাছাইপর্ব পেরিয়ে আসা ৩১ দল ও স্বাগতিক রাশিয়া মিলিয়ে মোট ৩২ দলের এ মহাযজ্ঞ চলবে ৩২ দিন। রাশিয়ার ১১টি ভিন্ন শহরের ১২টি স্টেডিয়ামে ২১তম বিশ্বকাপের ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপজয়ী জার্মানি ১৯৬২ সালে গড়া ব্রাজিলের পরপর দুইবার শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত। অন্যদিকে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামবে ব্রাজিল। মাসব্যাপী এই মহাযজ্ঞ নিয়ে আগ্রহ পুরো পৃথিবীর। প্রায় ১৫ লাখ ফুটবলভক্ত রাশিয়ায় হাজির হয়েছেন। টেলিভিশন ও ইন্টারনেটে বিশ্বকাপে চোখ রাখবে আরও প্রায় ৩০০ কোটি মানুষ। বৃহস্পতিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে এ মহাযজ্ঞ। ফিফা র্যাংকিং অনুযায়ী স্বাগতিক রাশিয়া টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। র্যাংকিংয়ে তাদের অবস্থান ৭০তম। রাশিয়া বিশ্বকাই সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর বিশ্বকাপ হতে চলেছে। মাঠের রেফারির সহয়োগিতায় থাকছে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পদ্ধতি। গোল হয়েছে কি হয়নি, পেনাল্টির সিদ্ধান্ত যাচাই, সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত ঠিক ছিল কি-না, ভুল ফুটবলারকে লাল কার্ড দেওয়া হয়েছে কি-না- এসমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সহায়তা করবে ভিআর প্রযুক্তি। রাত সাড়ে আটটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উঠবে বিশ্বকাপের পর্দা। উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে হাজির হবেন জনপ্রিয় সঙ্গীত তারকা রবি উইলিয়ামস, রুশ সঙ্গীতশিল্পী আইদা গারিফুলিনা ও ফুটবলারদের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো। অপেরা সঙ্গীতশিল্পী প্লাসিডো ডমিঙ্গো ও পেরুভিয়ান সঙ্গীতশিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজও থাকবেন মঞ্চ মাতানোর জন্য। এছাড়া রুশ সংস্কৃতিকে তুলে ধরতে পারফর্ম করবেন ৫০০ নৃত্যশিল্পী ও জিমন্যাস্ট।
×