ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি, দুই তরুণ কারাগারে

প্রকাশিত: ০৫:০১, ১৫ জুন ২০১৮

 ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি, দুই তরুণ কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে প্রিজনভ্যানে বসে ফেসবুকে লাইভের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় দুই আসামি মেহেদী হাছান ওরফে আলামিন (২৩) ও শামীম চৌধুরীকে (২৪) কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোঃ মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগে সকালে দুই দিন শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম সোশ্যাল মিডিয়া মনিটরিং বিভাগ (পরিদর্শক) রফিকুল ইসলাম। আবেদনে বলা হয়, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে; যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিদের দেয়া তথ্য যাচাই-বাছাই শেষে পুনরায় রিমান্ডে নেয়ার প্রয়োজন হতে পারে। অপরদিকে আসামিপক্ষে মোঃ শাহাবুদ্দিন জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির তারিখ আগামী ১৯ জুন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোঃ মুকুল জানান। গত ১১ জুন এ দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, রাজধানীর খিলগাঁও থেকে মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পর প্রিজনভ্যানে বসে ফেসবুক লাইভে নিজেদের নির্দোষ দাবি করেছিলেন কয়েক যুবক। পরে যাচাই-বাছাই করে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়। তবে ভিডিওতে হুমকি ও কটূক্তির অভিযোগ এনে ওই যুবকদের মধ্য থেকে দুজনকে আবার গ্রেফতার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরে ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
×