ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি নয় বছরে ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি ॥ কাদের

প্রকাশিত: ০৫:০৩, ১৫ জুন ২০১৮

বিএনপি নয় বছরে  ৯ মিনিটও আন্দোলন করতে  পারেনি ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ জুন ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি গত নয় বছরে নয় মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। এটি তাদের ব্যর্থতা। তারা রোজার ঈদের পর, কোরবানির পর, পরীক্ষার পর আন্দোলন করবে বলে- এটা আষাঢ়ের তর্জন-গর্জন। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি, দেবেও না। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক পরিদর্শন শেষে জেলার ময়নামতি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির উদ্বেগ নেই, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি, তারা রাজনীতির কোন ইস্যু খুঁজে পাচ্ছে না, জনগণ কোন ইস্যুতে সাড়া দিচ্ছে না। এখন তারা বেগম জিয়ার শারীরিক অবস্থাকে নিয়ে নতুন করে ইস্যু খুঁজছে। এটা এখন রাজৈনতিক বিষয়, এখানে এখন চিকিৎসার বিষয় নেই। চিকিৎসার বিষয় যদি প্রধান হতো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে সবচেয়ে ভালো যেখানে চিকিৎসা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে তারা যেত। ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার ঈদ যাত্রা গত কয়েক বছরের তুলনায় ভাল, স্বস্থিদায়ক যাত্রা। রাস্তা ভাল, গাড়ির গতিও ভাল। ঘরমুখী যাত্রা এখন পর্যন্ত ঠিক আছে। কোথাও তেমন যানজট নেই। কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ মহাসড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। সরকার এ সড়কের উন্নয়নে বড় প্রকল্প গ্রহণ করেছে। ময়নামতি থেকে দরখার পর্যন্ত ৫৮ কিলোমিটার ভারতীয় লাইন অব ক্রেডিট প্রকল্পের আওতায় ৫ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে ফোরলেনের কাজ চলতি অর্থ বছরে শুরু করা হবে।
×