ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে বুট সমস্যায় ইরানের ফুটবলাররা

প্রকাশিত: ০৫:০৯, ১৫ জুন ২০১৮

 বিশ্বকাপে বুট সমস্যায় ইরানের ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দ্বিতীয়বারের মতো এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান ফুটবল দল। সবমিলিয়ে পঞ্চমবারের মতো ফুটবলের সর্বোচ্চ এই মঞ্চে অবতীর্ণ হবে তারা। আজ বিশ্বকাপ শুরুর দ্বিতীয়দিনেই মাঠে নামছে তারা। ‘বি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ আজ মরক্কো। সেন্ট পিটার্সবার্গে রাত ৯টায় এই ম্যাচে নামার আগে আর কোন সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন না দলের কোচ কার্লোস কুইরোজ। তাদের জুতার অফিসিয়াল স্পন্সর প্রতিষ্ঠান নাইকি এবার বিশ্বকাপে জুতা দেবে না। এটা নিয়েও ভাবনা নেই কুইরোজের। কিন্তু ইরানের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে। নাইকি ঘোষণা দিয়েছে তাদের নিষেধ করা হয়েছে যেন বিশ্বকাপ টুর্নামেন্ট চলার সময়ে ইরান ফুটবল দলকে কোন ধরনের সরঞ্জামাদি সরবরাহ না করা হয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ওপর। তবে নাইকির এই বিলম্বিত সিদ্ধান্তে ইরানের প্রস্তুতিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলের বেশ কিছু খেলোয়াড় রাশিয়ার বিভিন্ন জুতার দোকানে গিয়ে জুতা কিনেছেন। এমনকি কোন কোন খেলোয়াড় তাদের ক্লাব সতীর্থকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। তবে কুইরোজ এ বিষয়ে বলেন, ‘এটা বরঞ্চ আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার উৎস। নাইকির এই শেষ মুহূর্তের মন্তব্যটা আমার ব্যক্তিগত অভিমত অনুসারে খুবই অপ্রাসঙ্গিক। সবাই এই নিষেধাজ্ঞা বিষয়ে অবগত। তাদের এখন সামনাসামনি এসে ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিশ্চিতভাবেই বিস্ময়কর এবং ২৩টি ছেলের জন্য খুবই কঠিন।’
×