ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় প্রবেশে বাধা হুলিগানদের!

প্রকাশিত: ০৫:১০, ১৫ জুন ২০১৮

 রাশিয়ায় প্রবেশে বাধা হুলিগানদের!

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো ২০১৬ চলার সময় রাশিয়ার সমর্থকদের সঙ্গে ফ্রান্সে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছিল ব্রিটিশ সমর্থকরা। সেই অরাজকতা এবার রুখতে বেশ সতর্ক রাশিয়ান প্রশাসন। কারণ এবার মঞ্চটা আরও বড়। প্রথমবারের মতো রাশিয়া বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে। মাত্র একদিন আগেই ১২৫৪ জনের বেশি ব্রিটিশ ফুটবল সমর্থকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশ। বৃহস্পতিবার এছাড়াও প্রায় ১০ হাজার ব্রিটিশ সমর্থক রাশিয়ায় প্রবেশ করবে। ফুটবলের বৈশ্বিক আসরগুলোতে হুলিগানদের নিয়ে তটস্থ থাকে সবসময় স্বাগতিক দল। কারণ হাজার হাজার দর্শককে সামাল দেয়ার মধ্যে আবার এসব উগ্রপন্থী সমর্থকদের দিকে নজরদারি করা বেশ ঝামেলাপূর্ণ। এ কারণে বিভিন্ন সময়েই যে কোন দুইদেশের ফুটবল সমর্থকদের মধ্যে এমনকি দাঙ্গাও হয়েছে অনেকবার। এই বিশৃঙ্খলা এড়াতে এবার বেশ সতর্ক আয়োজক রাশিয়া। আবার ব্রিটিশ কর্তৃপক্ষও আগেভাগে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ফুটবল ব্যানিং অর্ডার অথরিটি (এফবিওএ) গত সপ্তাহেই সে দেশের পুলিশের কাছে চিহ্নিত ১৩১২ জন সমর্থকের পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে। শেষ পর্যন্ত গত বুধবার পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস থেকে মোট ১২৫৪টি পাসপোর্ট পুলিশ আটকে রেখেছে।
×