ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইকেলে সৌদি থেকে রাশিয়া

প্রকাশিত: ১৯:২৪, ১৫ জুন ২০১৮

সাইকেলে সৌদি থেকে রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরব চলতি বিশ্বকাপে খেলছে। তিনি রাশিয়ায় গিয়ে খেলা দেখবেন এটাই স্বাভাবিক। কিন্তু ফাহাদ আল ইয়াহিয়া রাশিয়া গিয়েছেন সাইকেল চালিয়ে! ফাহাদ আল ইয়াহিয়া দীর্ঘ ৭৫ দিন সাইকেল চালিয়ে পাঁচ হাজার ১৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মস্কো পৌঁছান। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরব ও রাশিয়া। নিজ দেশ থেকে যাত্রা শুরুর আগে রিয়াদের যুবরাজ ফয়সাল বিন বন্দর আবদুল আজিজের কাছ থেকে দেশের পতাকা নিয়ে যাত্রা শুরু করেন ইয়াহিয়া। তিনি বলেন, ‘রিয়াদ অঞ্চলের যুবরাজ আমাকে সৌদি আরবের একটি পতাকা দিয়েছেন। আমি সেই পতাকা সৌদি আরব থেকে রাশিয়া পর্যন্ত বয়ে এনেছি। রাশিয়া পৌঁছে এটি আমি রাশিয়ায় সৌদি দূতকে দিয়েছি।’ চারটি দেশের ওপর দিয়ে সব মিলিয়ে পাঁচ হাজার ১৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ফাহাদ। এই ভ্রমণে একবার লরির সঙ্গে সংঘর্ষে মাথা ও পিঠে হালকা ব্যথা পান তিনি। তবে কষ্ট করে মস্কো গিয়ে হাসতে পারলেন না ফাহাদ। উদ্বোধনী ম্যাচে সৌদি আরব যে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার কাছে! ২০০৬ সালের পর এবারই বিশ্বকাপ খেলছে সৌদি আরব।
×