ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটক নির্মাণের ক্ষেত্রে প্রি-প্রোডাকশন গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ১৮:৪১, ১৬ জুন ২০১৮

নাটক নির্মাণের ক্ষেত্রে প্রি-প্রোডাকশন গুরুত্বপূর্ণ

অনলাইন রিপোর্টার ॥ লালন ফকিরের আমল থেকেই এমন সৃজনশীল কাজে সমস্যা ছিল। এখনো আছে। তবে আমি বরাবরই আশাবাদী মানুষ। তাই আশার কথাই বলব। ব্যক্তিগত বিষয়ে খুব বেশি বলব না। আমার বলতে ভালোও লাগে না। এইটুকু শুধু জানিয়ে রাখি, আমি এবার তরুণ কিছু পরিচালকের কাজ করেছি, যাঁদের চেষ্টাই ছিল সেরা কাজটা করা। মানে ভালো করার প্রবণতা আছে। তবে সমস্যা হলো রসদ। এটা ছাড়া ভালো কাজ করা কঠিন। ভালো নির্মাণের জন্য যে রসদটা দরকার, সেটার কথা বলছি। রসদ মানে বাজেট। এই বাজেটটা যদি তরুণেরা ঠিকঠাক পান, তাহলে তাঁদের দিয়ে দারুণ দারুণ সব কাজ হবে এবং ভবিষ্যতে পরিবর্তন হবে, সেটা আমি হলফ করে বলতে পারি। সময়ের সঙ্গে তো গল্পের পটভূমি বদলায়। গল্পের গতি পরিবর্তন হয়। এবারও তা-ই হয়েছে। সবকিছু মিলিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এবার আমি নিজস্ব তত্ত্বাবধানে কিছু কাজ করার চেষ্টা করেছি। আমি বলব, প্রক্রিয়াগতভাবে একটু পরিবর্তন করা দরকার। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু বলতে হয়। কারণ, নাটক নির্মাণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বিশেষ করে নির্মাণের আগে প্রি-প্রোডাকশনের কাজ। যেমন লোকেশন রেকি করা, কস্টিউম নির্বাচনসহ প্রতিটি জায়গায় যে যত্নটা দরকার, সেটা নানা কারণে এত দিন দেওয়া হয়নি। এসব করার সুযোগও ছিল না। ফলে সুযোগ না পাওয়াটাই নিয়ম হয়ে গেছে। সেই জায়গা থেকে ফিরলে এবং সঠিক নিয়ম মেনে কাজ করলে সেটা সেরা নাটক হবে, এটা বলতে পারি। অনেকে বলেন, মানুষ টেলিভিশন দেখে না। অনলাইনে কিন্তু নাটক ঠিকই দেখে। মানে আমাদের নাটকের দর্শক আছে। না হলে লাখ লাখ ভিউ হতো না। এখন দরকার সঠিক যত্ন আর ঠিকঠাক কাজটা করে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এই যে পাশের দেশ ভারতে আমাদের কোনো টেলিভিশন চ্যানেল দেখা যায় না, কিন্তু সে দেশের দর্শক ঠিকই আমাদের চেনে। ভারতে গেলে এটা টের পাই। এটা তো অনলাইনের কারণেই সম্ভব হয়েছে আর ভালো নির্মাণের জন্য। শেষে শুধু এ কথাই বলব, আমাদের এখানে এত দিনে সিস্টেমটা দাঁড়ায়নি। এখানে কোনো স্কুলিং নেই। আমাদের দেশে এমন কোনো ভালো প্রতিষ্ঠান নেই, যেখান থেকে ভালো একজন ক্যামেরাপারসন বের হবেন বা একজন পরিচালক বের হবেন। নেই অভিনয়ের কোনো স্কুলিং! তাহলে আমরা কেন করছি? কারণ, আমাদের সবার একটা প্রেম আছে। এ কারণে এখনো ভালো কাজ হচ্ছে। সবাই সেরাটা দিয়ে কাজ করছে। প্রেম না থাকলে কিছুই হতো না। এই প্রেম দিয়েই এবারের ঈদে অনেক নাটক ও টেলিছবি নির্মিত হয়েছে, যেখানে সবার প্রিয় তারকারা অভিনয় করেছেন। তাই আসছে ঈদের কয়েক দিন সবার চোখ টেলিভিশনে থাকবে, এমন প্রত্যাশা করতেই পারি। সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।
×