ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পিৎজা তৈরিতে দেরি হওয়ায় পুলিশে ফোন!

প্রকাশিত: ০৩:১৫, ১৬ জুন ২০১৮

পিৎজা তৈরিতে দেরি হওয়ায় পুলিশে ফোন!

অনলাইন ডেস্ক ॥ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় পুলিশকে। তবে উন্নত বিশ্বে মাঝে মধ্যে সাধারণ মানুষের ছোটখাটো সাহায্যেও পুলিশকে এগিয়ে আসতে দেখা যায়। সমস্যা হলেই মানুষ তাই ৯১১ এ ফোন করে পুলিশের সহায়তা চায়। তবে এদিন কানাডার এক নারী পুলিশের জরুরি নম্বরে এমন এক কারণে ফোন করে বসেন যে খোদ পুলিশই বুঝে উঠতে পারছিল না ঐ নারীকে কী জবাব দেবেন। কানাডার অন্টারিওর ঐ নারী গভীর রাতে পুলিশের জরুরি নম্বরে ফোন করে জানান তিনি ভীষণ ক্ষুধার্ত। এ কারণে তিনি বাড়িতে পিৎজা তৈরি করছেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে তার পিত্জা তৈরিতে অনেক সময় নিচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতেই মূলত তিনি পুলিশের জরুরি নম্বরে ফোন করে সাহায্য প্রার্থনা করেন। শেষ পর্যন্ত একটি রেস্টুরেন্টে ফোন করে তার বাড়িতে খাবার পাঠানোর নির্দেশ দিয়ে সমস্যার ইতি টানেন পুলিশ। একই সঙ্গে ঐ নারীকে সতর্ক করে দেন, যেন আগুন লাগা কিংবা অ্যাম্বুলেন্স সার্ভিসের মতো অতি জরুরি বিষয় না হলে এভাবে পুলিশের জরুরি নম্বরে ফোন না করে।-স্কাই নিউজ।
×