ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ‘সন্ত্রাসী হামলা’র আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:২০, ১৬ জুন ২০১৮

বিশ্বকাপে ‘সন্ত্রাসী হামলা’র আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ায় চলমান ফুটবল বিশ্বকাপে ‘সন্ত্রাসী হামলার’ আশঙ্কার কথা জানিয়ে দেশটি ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভ্রমণ বিষয়ক নাগরিক সতর্কতায় রাশিয়ায় সন্ত্রাসী হামলার এ আশঙ্কার কথা জানায় বলে খবর রয়টার্সের। নাগরিকদের সতর্ক করলেও বিশ্বকাপকে ঘিরে সুনির্দিষ্ট কোনো ‘হুমকি’ আছে কিনা, তা বলেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। “বিশ্বকাপ ফুটবলের মতো বড় পরিসরের আন্তর্জাতিক আয়োজন সন্ত্রাসীদের জন্য আকর্ষণীয় লক্ষ্যবস্তু। বিশ্বকাপে যদিও বিস্তৃত নিরাপত্তা থাকবে, তবুও স্টেডিয়াম, ভক্তদের জটলা, পর্যটনকেন্দ্র, পরিবহনে ওঠা-নামার থামার স্থানসহ বিভিন্ন পাবলিক ভেন্যুতে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করতে পারে,” বিবৃতিতে জানায় তারা। এর আগে জারি করা এক নির্দেশনায় বিশ্বকাপ উপলক্ষে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল। মার্কিন নাগরিকরা সেখানে জঙ্গি হামলার লক্ষ্যবস্তু কিংবা রুশ নিরাপত্তা বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের দ্বারা ভোগান্তির শিকার হতে পারেন বলেও শঙ্কার কথা বলেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
×