ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদি খেলোয়াড়দের শাস্তি পেতে হবে!

প্রকাশিত: ১৮:৪৩, ১৭ জুন ২০১৮

সৌদি খেলোয়াড়দের শাস্তি পেতে হবে!

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলের হারে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। এতে চটেছেন সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি। তাঁর হুমকি, এই হারের জন্য খেলোয়াড়দের শাস্তি পেতে হবে পাঁচ গোল ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। তাঁদের বাজে খেলার সৌজন্যে ১৯৩৪ বিশ্বকাপের পর স্বাগতিক দেশ হিসেবে প্রথম ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে রাশিয়া। ঈদের আগেরদিন এত বড় ব্যবধানে হার দাগ কেটেছে সৌদি ফুটবল ফেডারেশন সভাপতির মনে। তাঁর হুমকি, খেলোয়াড়দের এ জন্য জবাবদিহি করতে হবে। খেলোয়াড়দের একরকম হুমকিই দিয়েছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি আদেল ইজ্জাত, ‘এই হার হতাশার এবং অসন্তোষজনক। এতে আমাদের খেলার মান বোঝা যায় না। কিছু খেলোয়াড়কে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। যেমন গোলকিপার আবদুল্লাহ আল-মাইয়ুফ, ফরোয়ার্ড মোহাম্মদ আল-সালাবি ও ডিফেন্ডার ওমর হাওসাওয়ি।’ সৌদি জেনারেল স্পোর্টস অথোরিটির সভাপতি তুর্কি বিন আবদুল মহসেন আল-শেইখ ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘আমরা এই দলের জন্য সবকিছু করেছি, সবকিছু। ভালো টেকনিক্যাল ডিরেক্টর, ভালো কোচ, সবকিছু। কিন্তু তারা আমাদের আশা করার মত কিছুই দিতে পারেনি। পাঁচ শতাংশও না।’ এমনিতেই খেলোয়াড়দের মানসিক অবস্থা খুব একটা ভালো না, তাঁর ওপর এই শাস্তির হুমকি। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ ভালোয় ভালোয় শেষ করতে পারাই এখন সৌদি খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ। বুধবার উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরব।
×