ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকে পিকেকের বৈঠকে আবারো তুরস্কের বিমান হামলা

প্রকাশিত: ২০:৫১, ১৭ জুন ২০১৮

ইরাকে পিকেকের বৈঠকে আবারো তুরস্কের বিমান হামলা

অনলাইন ডেস্ক ॥ ইরাকের কান্দিল পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) উঁচু পর্যায়ের নেতাদের এক বৈঠকে তুরস্ক বিমান হামলা চালিয়েছে। গতকাল শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এ কথা জানিয়েছেন। তুরস্কের ক্যানাল-৭ টেলিভিশনকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘সর্বশেষ অভিযানে আমরা তাদের খুবই গুরুত্বপূর্ণ বৈঠকে হামলা চালিয়েছি। হামলার ফলাফল সম্পর্কে এখনো জানতে পারিনি তবে এটা নিশ্চিত যে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে।’ তিনি আরো জানান, ইরাকের ২০ কিলোমিটার ভেতরে তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে যা কান্দিল পর্বত থেকে বেশি দূরে নয়। এর আগে, গত সপ্তাহে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে নিষিদ্ধ ঘোষিত পিকেকের ১২টি লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালানো হয়েছে। কান্দিল পার্বত্যাঞ্চলটি তুর্কি সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ইরাকের ভেতরে অবস্থিত। তুরস্ক মনে করে, এ এলাকাটিকে পিকেকে গেরিলারা তাদের তৎপরতার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
×