ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষনিঃস্বাস পর্যন্ত করবো মোদির বিরোধিতা

প্রকাশিত: ২২:২৪, ১৭ জুন ২০১৮

শেষনিঃস্বাস পর্যন্ত করবো মোদির বিরোধিতা

অনলাইন ডেস্ক ॥ শেষনিঃস্বাস পর্যন্ত করবো মোদির বিরোধিতা। তবে যেখানে জাতীয় স্বার্থ জড়িত, সেক্ষেত্রে তার সঙ্গে রাজনৈতিক ভিন্নমত থাকলেও তাকে সমর্থন জানাবো। এই কথা স্বয়ং আসাদুদ্দিন ওবেসি বা ওয়াইসির। হরদম ঝাঁঝালো মন্তব্য আর প্রতিপক্ষকে তীব্র শ্লেষের খোঁচা দেওয়ার জন্য আলোচিত-সমালোচিত ভারতের সংখ্যালঘু মুসলিম নেতা আসাদুদ্দিন ‘জাতশত্রু’ মোদিকে সমর্থন জানাচ্ছেন- এটা তাজ্জব হওয়ার মতোই ঘটনা। হিন্দুত্ববাদী বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর বিরোধী বলে সবাই তাকে জানে। তবে এবার ঈদ উপলক্ষ্যে তার মুখ দিয়ে বের হয়ে এল অন্য কথা। প্রসঙ্গত,ভারতের কাশ্মির সেনানিবাসে মানবাধিকার লংঘন হয়- কিছুদিন আগে জাতিসংঘের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়। এই রিপোর্ট মোদি সরকার তথা ভারতের জন্য অস্বস্তিকর। একইসঙ্গে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলিমিন (আইএমআইএম) নেতা ও রাজ্যসভা সদস্য আসাদুদ্দিন ওবেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর কোনো অধিকার জাতিসংঘের নেই। একই সঙ্গে তিনি জাতিসংঘের এমন রিপোর্টের জন্য ভারতের কেন্দ্রীয় সংকারের দুর্বলতাকে দায়ী করেন। গত শুক্রবার হায়দারাবাদে ঐতিহাসিক মক্কা মসজিদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংখ্যালঘু মুসলিম এই নেতা বলেন, যেখানে ভারতের স্বার্বভৌমত্বের প্রশ্ন- তখন যে দলই ক্ষমতায় থাকুক, আমাদের দল তাদের পুরো সমর্থন দেবে। ওবেসি এসময় কাশ্মিরে সিনিয়র সাংবাদিক সুজাত বুখারি হত্যারও নিন্দা জানান। তিনি বলেন, যারা সাংবাদিক বুখারি ও তার দেহরক্ষীকে হত্যা করেছে তারা শয়তানের সবচেয়ে বড় সহযোগী। কাশ্মিরে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থতার জন্য ক্ষমতাসীন মেহবুবা মুফতি সরকারেরও কঠোর সমালোচনা করেন তিনি। তিনি ভারতীয় সৈনিক আওরঙ্গজেব অপহরণ ও হত্যারও তীব্র নিন্দা জানান। কাশ্মিরে মেহবুবার দল পিডিপি ও বিজেপির কোয়ালিশন সরকার ক্ষমতায় রয়েছে। একইসঙ্গে ওবেসি ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হামলা-নিপীড়নের অভিযোগ তুলে বলেন, শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দেশে ‘আইন’ নামের কোনো কিছুর অস্তিত্ব আছে তো? যারা এমন করছে তাদের কখনো শাস্তি হবে কি? সূত্র: জনসত্তা.কম
×